লাইব্রেরি সায়েন্সে ক্যাটালগ কার্ড তৈরি করা অতন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এবং ভারতে সাধারনত ক্যাটালগ কার্ড তৈরি করার জন্য সাধারনত Anglo American Cataloguing Rules – 2nd edition (AACR-2) follow করা হয়। AACR-2 অনুযায়ি ক্যাটালগ কার্ডকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে, আজ এই পর্বে আপনারা জানতে পারবেন ক্যাটালগ কার্ডে কিভাবে বিবলিওগ্রাফিক ইনফরমেশন ইনপুুট করতে হয়।