হোসনি মোবারক সরকারের লাগামহীন দুর্নীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য মূল্য, অসীম বেকারত্ব মিসরীয়দের দারুণ হতাশার জন্ম দেয়। সেই হতাশার সর্বোচ্ছ বহিঃপ্রকাশ ঘটে ২০১১ সালের ২৫ জানুয়ারী, যা এক সময় ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, সৌদি আরব ও জর্দানে। রাজধানী কায়রোর কেন্দ্রে অবস্থিত তাহরির স্কয়ারে জমায়েত হয় মোবারক বিরোধী লাখ লাখ জনতা। প্রযুক্তির উৎকর্ষের যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। পরাজিত হন স্বৈরশাসক হোসনি মোবারক। পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।আরব বসন্তের কারন:
আরব বসন্তের বেশ কিছুু কারন ছিল, যার মধ্য অন্যতম কিছুু বিষয়:
আরব বসন্তের বেশ কিছুু কারন ছিল, যার মধ্য অন্যতম কিছুু বিষয়:
- সরকারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করা।
- দেশের আইনগত কাঠামোর ব্যপক পরিবর্তন সাধন করা।
- রাজনৈতিক অধিকার আদায়।
- রাজনৈতিক দুর্নীতি।
- মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
- মুদ্রাস্ফীতি।
- সাম্প্রদাযিকতা।
- বেকার মোহাম্মদ Bouazizi এর আত্মবলিদান, ইত্যাদি।
আরব বসন্তের লক্ষ্য:
- গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
- নির্বাচনে অধিকার আদায়।
- অর্থনৈতিক স্বাধীনতা।
- মানবাধিকার রক্ষা।
- চাকুুরির নিশ্চয়তা।
- সরকার পরিবর্তন।
- ইসলামীকরণ।
1 Comment
Well work..need some help to get info about information literacy and online information and retrival system…