সাধারনত ক্যাটালগ যা ইংরেজিতে Catalogue/Catalog নামে পরিচিত। শব্দটি যে কোন বস্ত, বিষয়ের তালিকা বা সূচী হিসেবে ব্যবহৃত হয়। তবে লাইব্রেরী সায়েন্স ফিল্ডে Catalogue term-টি Library Catalogue হিসেবেই বেশি পরিচিত।
ক্যাটালগ (Catalogue) শব্দটির উৎপত্তি হয়েছে দুইটি Greek শব্দ ‘Cata” এবং ‘Logue’ থেকে
লাইব্রেরী ক্যাটালগ বলতে কি বোঝায়?
গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে Cataloge হচ্ছে একটি সুনির্দিষ্ট Library বা একাধিক লাইব্রেরিতে সংগৃহীত পাঠ্যপুস্তক বা অন্যান্য ডকুমেন্টস এর একটি সুশৃংখল তালিকা।যা কোন লাইব্রেরিতে সংগৃহিত সমস্ত materials গুলোকে সহজে খুজে পেতে সাহায্য করে। এই তালিকা সব সময় একটি নিয়ম অনুুসারে লিপিবদ্ধ করা থাকে।
অর্থাৎ Library Catalogue হল গ্রন্থাগারে সংগৃহিত পাঠ্য পুস্তকের একটি তালিকা, যা একটি সুনির্দিষ্ট শ্রেণিকরনের পদ্ধতি এবং সূচিকরণ নীতিমালা অনুযায়ী প্রণীত।
ক্যাটলগ কার্ড কি?
লাইব্রেরী ক্যাটালগ কার্ড হল লাইব্রেরীতে ব্যবহৃত এক ধরনের ইউনির্ফম সাইজের কার্ড যাতে একটি বইয়ের যাবতিয় Bibliographic Information থাকে। এই কার্ড ব্যবহার করে লাইব্রেরীর ব্যবহারকারিরা লাইব্রেরীতে সংগৃহিত হাজার-হাজার বইয়ের মধ্যে থেকে তার প্রয়জনীয় বইটি খুব সহজেই খুুজে পেতে পারে। এটিকে অনেকেই লাইব্রেরীতে ব্যবহারকারীদের এক ধরনের Time Saving Device নামে অবহিত করে থাকেন।
এখানে ইউনির্ফম সাইজের কাড বলার কারন হল, library catalogue Card-টি প্রস্তুত করা হয় একটি standard সাইজে।
একটি standard catalogue কার্ডের size হল উচ্চতা= ৭.৫ সে:মি বা ৫ ইঞ্চি এবং প্রস্হ= ১২.৫ সে:মি বা ৭ ইঞ্চি (12.5 cm x 7.5 cm. or 5” x 7”)।
এই কার্ড লাইব্রেরীর প্রত্যেকটি বইকে Call নাম্বার অনুসারে সাজানো থাকে। এই Call নাম্বার ব্যবহার করে ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের প্রয়জনীয় বই সহজেই খুজে পায়।
2 Comments
অনলাইন ক্যাটালগ বলতে কি বুঝ?
Library and information since